প্রকাশিত সময়: জুন, ২, ২০২০, ০৭:১৭ অপরাহ্ণ
নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরীতে ৩৭ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে জয়পুরহাট র্যাব। সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জয়পুরহাট র্যাব ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৭ কেজি গাঁজাসহ তারা পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মাইদুল ইসলাম (৩০), কুড়িগ্রাম সদরের সরকারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২৮) ও কুড়িগ্রামের শোভারকুটি গ্রামের আমীর আলীর ছেলে লিটন মিয়া (৪০) কে আটক করে। পরে জয়পুরহাট র্যাবের এস. আই শহীদ আহমেদ বাদী হয়ে আটককৃতদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দিয়ে নাগেশ্বরী থানায় তাদের হস্তান্তর করেন।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
ট্যাগঃ