প্রকাশিত সময়: মার্চ, ১২, ২০২১, ১১:১৯ অপরাহ্ণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আসছে ১৩ মার্চ থেকে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে শুক্রবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুড়িগ্রাম স্টেডিয়াম হলরুমে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি,বাংলাদেশ মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান ও কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মহিলা ভলিবল কমিটির সম্পাদক নিবেদিতা দাস,পৌরমেয়র কাজিউল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার বাইরে চট্টগ্রামের পর দ্বিতীয়বারের মত কুড়িগ্রামে ১২টি জেলার দল নিয়ে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামি ১৩ মার্চ উদ্বোধনী খেলায় অংশ নেবে স্বাগতিক জেলা কুড়িগ্রাম ও ঝিনাইদহ জেলা মহিলা ভলিবল দল। ১৬মার্চ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ট্যাগঃ